Wednesday, 25 December 2024, 10:42 PM

সেনাবাহিনীর ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে যোগ দেওয়ার সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২৪ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫ এবং ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।