Sunday, 13 April 2025, 07:05 AM

শেওটগাড়ী জামেয়া মাহমুদিয়া জমাতেউলা নুরানী হাফেজিয়া ও এতিমখানা...

মোঃ ওয়ালি উল্লাহ, প্রতিনিধি:  আজ বিকেলে নীলফামারী জেলার ডোমার উপজেলায় শেওটগাড়ী জামেয়া মাহমুদিয়া জমাতেউলা নুরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে  মাদ্রাসার কমিটি গঠিত হয়। 


এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ ওসমান গণি দুলাল।সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শিক্ষক, সংগঠক ও লেখক মোঃ হাবিব উল্লাহ বিশ্বাস। 


এবং কোষাধ্যক্ষ মাওলানা মোঃ রওশন আলী। তাছাড়াও শিক্ষক মোঃ সোয়ায়েব আলী, মোঃ আবু শাহীন

সহ ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি নির্বাচিত হয়েছে।  অত্র মাদ্রাসাটির এডহক কমিটির আয়োজনে ভোটারদের  প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠণ করা হয়৷ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য  মাওলানা মোঃ ছুরুদ্দীন আলীর সভাপতিত্বে , শিক্ষক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুহতামিম মাওলানা মোঃ জনাব আলী, মোঃ ওসমান গণি দুলাল,জনাব, মোঃ লুৎফর রহমান,হরিণচড়া ইউনিয়ন পরিষদ সদস্য। কবি, লেখক  জনাব হাবিব উল্লাহ বিশ্বাস প্রমূখ। প্রতিষ্ঠানের নানা উন্নয়ন পরিকল্পনা ও  বিভিন্ন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।উল্লেখ্য অত্র মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মাওলানা মোঃ কায়েম উদ্দীন (দাঃবা) দারুল উলুম দেওবন্দ(ভারত) থেকে পড়াশুনা শেষে ১৯৫০ এর দশকে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন৷ উত্তরবঙ্গের প্রথম যে কয়েকটি মাদ্রাসা  গড়ে উঠেছে  এ দ্বীনি প্রতিষ্ঠানটি অন্যতম৷ উত্তরবঙ্গে অনেক আলেমে দ্বীন এ মাদ্রাসা থেকে পড়াশোনা করে খেদমত করছে । 

বর্তমানের নুরানী, হেফজ, এতিমখানায়  এলাকার অসংখ্য ছাত্র এখানে পড়াশোনা করছে৷


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P