কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা ও খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে শুক্রবার বাদ জুম্মা দোয়া এবং বিক্ষোভ মিছিল হয়েছে। কিশোরগঞ্জের সর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি হয়। এর আগে মসজিদে মসজিদে শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বায়তুন্নুর জামে মসজিদের সামন হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে বায়তুন্নুর জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি’র প্রধান সমন্বয়ক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, রেড জুলাই’র আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিব্বির আহমেদ, এনসিপির যুগ্ম সমন্বয়ক শামীম সরকার, জামায়াত নেতা ওয়ারেজ আলী, জামায়াতের যুব নেতা গোলাম সারওয়ার প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে শহীদ হাদীর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এক হাদীকে খুন করে লক্ষ লক্ষ হাদীকে থামাতে পারবেন না। এ বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোন স্থান হবে না। এর আগে বাদ জুম্মার নামাজের পর উপজেলার মসজিদে মসজিদে শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়।