Sunday, 06 April 2025, 02:28 PM

শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার...

শেখ খায়রুল ইসলাম: খুলনা পাইকগাছা,রুপসা, খুলনা মহানগর সোনাডাঙ্গার ৪টি শহীদ পরিবার ও বাগেরহাট সদর, মোড়লগঞ্জের চিতলমারীর ৪টি শহীদ পরিবারের হাতে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সারাদেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে।


এরই অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার দুটি শহীদ পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।একই সঙ্গে জেডআরএফ-এর প্রেসিডেন্ট তারেক রহমানের পাঠানো বিশেষ বার্তা তাদের হাতে তুলে দেওয়া হয়।তারেক রহমান তার বার্তায় শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,"আপনাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়।আমাদের এই ক্ষুদ্র উপহার ভালোবাসার নিদর্শন।জাতি আপনাদের পাশে ছিল,আছে,থাকবে।


খুলনা বিভাগে ৭৪টি পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় উপকমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম কাগজী,ডাইরেক্টর কৃষিবিদ শামীম রহমান শামীম,খুলনা বিভাগীয় সদস্য সচিব কৃষিবিদ এস এম ফেরদাউস,খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু,আতাউর রহমান রুনু,সাইফুর রহমান মিন্টু,জাবেদ মল্লিক,রিয়াজ মোল্লা,আয়ুব আলী মোল্লা বাবু, সুজন মোল্লা,এড.সাজজাদ,ডা. আব্দুল মজিদ,আসলাম পারভেজ,ইমদাদুল হক ও সেলিম রেজা লাকী সহ বাগেরহাট জেলা অন্যান্য নেতৃবৃন্দ।এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P