ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা মহানগর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবনাথ ঘোষ শিবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শিবনাথ ঘোষ শিবু আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে পরলোকগমণ করেন। তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যও ছিলেন।
তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী শিবনাথ ঘোষ শিবুর পবিত্র আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও পৃথক শোক বিবৃতিতে শিবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক এডভোকেট শ্যামল কুসার রায় শিবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।
বি/এস/এস/এন