Friday, 05 December 2025, 12:03 PM

সিএমপি'র চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ...

এম ডি বাবুল প্রতিনিধি চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং সার্বিক দিক-নির্দেশনায় চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ আভিযানিক দল সিএমপি'র সোয়াত টিমের সহায়তায় ০৯/১০/২০২৫ খ্রি. তারিখে দুপুর ১২.০০ ঘটিকা হতে ১০/১০/২৫ খ্রি. ভোর ০৪.০০ ঘটিকা পর্যন্ত একাধিক স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে। অভিযানগুলো পরিচালিত হয় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পিছনে মাছ বাজারের উপরের তৃতীয় তলার কক্ষে, পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সমিল গলি ইউনুস কোম্পানির বিল্ডিংয়ের দ্বিতীয় তলার পূর্ব পাশের সর্বশেষ কক্ষে, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুর সংলগ্ন পাকা রাস্তায় এবং বাকলিয়া থানা পুলিশের সহায়তায় কালামিয়া বাজারস্থ মাছ বাজারের সামনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যা এবং আইয়ুব আলীর অন্যতম সহযোগী ১। মোঃ বেলাল (২৮), ২। হৃদয় বড়ুয়া (৩০) ও ৩। মোঃ আজাদ (২৩) দেরকে গ্রেফতার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ১। শহিদুল ইসলাম প্রঃ বুইশ্যা (২৩) ২। আইয়ুব আলী (৪১) ৩। মোঃ ইদ্রিস (২৩) ৪। মোঃ ইয়াছিন (২৩) ৫। শিবু (২৭) ৬। মোঃ রাকিব (২২), ৭। মোঃ সবুজ (২৭), ৮। মোঃ রাসেল (২১), ৯। ইমন ছোট ইমন (২২), ১০। মোঃ কামরুল (২৪), ১১। মোঃ রাসেল (২৩), ১২। হাফিজুল ইসলাম (২৪), ১৩। মোঃ মুন্না (২৬), ১৪। মোঃ হাবিব (২০), ১৫। মোঃ ইয়াছিন ছোট ইয়াছিন (২০), ১৬। মোঃ মুরাদ (২২), ১৭। মোঃ আজিম (২২), ১৮। মোঃ ফাহিম (২৭), ১৯। শাহাব উদ্দিন শাবু (২১), ২০। হিরু (৩৫), ২১। মোঃ শাকিব আলম (২২) সহ সর্বমোট ২৪ জন সহ অজ্ঞাতনামা ৬/৭ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে বিভিন্ন ধরণের মোট ১৩টি অস্ত্র উদ্ধার করা হয় যার মধ্যে রয়েছে বিদেশী পিস্তল ৫টি, বিদেশী একনলা ছোট বন্দুক ১টি, বিদেশী একনলা লম্বা বন্দুক ২টি, দেশীয় তৈরী শর্টগান সদৃশ পাইপগান ২টি, দেশীয় তৈরী শর্ট শুটার গান ১টি এবং দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক ২টি। এছাড়া উদ্ধার করা হয়েছে বন্দুকের তাজা কার্তুজ ৫৮টি, খোসা ২টি, পিস্তলের ম্যাগাজিন ১৩টি, পিস্তলের বুলেট ৯৫টি, পটকা ৯টি, নগদ টাকা ৪,২০,০০০/- টাকা, টাকা গণনার মেশিন ১টি, ওয়াকিটকি ২টি, ড্রোন ১টি, সিসি ক্যামেরা ৭টি, ডিভিআর ২টি, ড্রিল মেশিন ২টি, বৈদ্যুতিক কাটার ১টি, রড কাটার রেত ১টি, ছোরা ১টি, বিভিন্ন সাইজের রেঞ্জ ৪টি, মনিটর ১টি, প্লাস ২টি, টিপ ছোরা ১টি, বিভিন্ন সাইজের লোহার রড ১২টি, ইয়াবা ৩,৫০০ পিস, গাঁজা ১,১০০ পুরিয়া (ওজন ৫ কেজি ৫০০ গ্রাম) এবং মোটরসাইকেল ১টি। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১। চান্দগাঁও থানার মামলা নং-১৩, তারিখ-১০/১০/২০২৫ইং, ধারা- The Arms Act 1878 এর 19(a) (f)/19A, ২। চান্দগাঁও থানার মামলা নং-১৪, তারিখ-১০/১০/২০২৫ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণির ১০ (খ)/১৯(খ)/৪১ রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামী ৩। মোঃ আজাদ (২৩) এর বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতা ০২ টি মামলা রয়েছে। পলাতক আসামী: । শহিদুল ইসলাম প্রঃ বুইশ্যা (২৩) এর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস বিরোধী ১৯ টি মামলা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। । আইয়ুব আলী (৪১) এর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস বিরোধী ১৮ টি মামলা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধি মামলা রয়েছে। । মোঃ ইদ্রিস (২৩) এর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস বিরোধী ০৯ টি মামলা রয়েছে। । মোঃ ইয়াছিন (২৩) এর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস বিরোধী ০৫ টি মামলা রয়েছে। । শিবু (২৭) এর বিরুদ্ধে চান্দগাঁও থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস বিরোধী ০৪ টি মামলা রয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P