জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ইয়াসিন হত্যার বিচারের দাবীতে সৈয়দপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছছন নিহত ইয়াসিনের পরিবার ও এলাকাবাসী।
আজ শুক্রবার (১ আগস্ট ) বিকেল ৪ টা উপজেলা লক্ষণপুর পাঠান পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে প্রায় এক ঘন্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখে নিহত ইয়াসিনের পরিবার,শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভে বক্তব্য দেন নিহত ইয়াসিনের মা মেনহারুল,বোন মিনা,এলাকাবাসীর আজহার ও রহমত খান ।
এ সময় বক্তারা বলেন ,গত বুধবার ৩১ জুলাই রাতে নিহত ইয়াসিন সৈয়দপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় রাত ১১ টা পর্যন্ত সহপাঠীদের সঙ্গে ছিলেন পরে কে বা কাহারা উপজেলার সাইলার মোড় নামক স্থানে ডেকে নিয়ে যায় । তার পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজা খুজির পর পরেদিন বৃহস্পতিবার সকালে শহরের বগুড়া ক্যানেল সেলফির মোড় নামক স্থানে আকাশমনি গাছের ঝুলন্ত লাশ দেখতে পান।
এ সময় বক্তারা দাবি করেন, মেয়ের সাথে সম্পর্ক থাকায় মেয়ের পরিবার রাত্রে মেরে আকাশমনি কাছে ঝুলিয়ে রাখে মরদেহ।
এ সময় নিহতের মা ও বোন এবং সহপাঠীরা অভিযোগ করে বলেন, ওই মেয়ের পরিবার তাদেরকে হুমকি প্রদান করে যাতে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি তারা না করে। এবং ইয়াসিনকে একাধিকবার হুমকি দেয়।
এ সময় এলাকাবাসী প্রায় এক ঘন্টার ও বেশী পার্বতীপুর সড়ক অবরোধ করে রাখে ৷
ফলে রাস্তার উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে ৷ বিপাকে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ ৷
পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এব্য অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা ৷