সিরাজগঞ্জ প্রতিনিধি : "মার্শাল আর্ট" বলতে বিভিন্ন ধরনের আত্মরক্ষা ও যুদ্ধের পদ্ধতি বোঝানো হয়, যার মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতা এবং বিনোদন অন্তর্ভুক্ত। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর উদ্যোগে, “মার্শাল আর্ট” প্রশিক্ষণ উদ্বোধন করা হয় । গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গণে উক্ত "মার্শাল আর্ট" এর প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা তায়কোয়ানন্দো'র সহকারী প্রশিক্ষক মোঃ সালাউদ্দিন তন্ময় । এসময় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ থানার অফিসার ও ফোর্সগণ। ধারাবাহিকভাবে সিরাজগঞ্জ জেলার সকল থানা ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।