Friday, 05 December 2025, 04:00 PM

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (রবিন)ম নামে এক যুবক নিহত হয়েছেন।


নিহত যুবক বগুড়ার শাহজাহানপুর উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।


স্থানীয়রা জানায় , রবিবার সন্ধ্যা ৭টার দিকে রবিউল ইসলাম কাজ শেষ করে বাড়িতে আসছিলেন এবং সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।


এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P