Sunday, 22 December 2024, 02:15 PM

সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: সিরাজগঞ্জে যমুনা নদীর ক্যানেলের বিয়ারাঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (২৮) এক যুবকের লাশ উৃদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। সদর থানার এস আই জয়দেব কুমার সরকার জানান,ভোরে যমুনা নদীর ক্যানেলে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তিনি আরো জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। পচন ও ধরেনি। ধারনা করা হচ্ছে সোমবার কোন একসময় ছেলেটির মৃত্যু হয়েছে এ ব্যাপারে সংশি¬ষ্ট থানায় মামলা হয়েছে।