Thursday, 29 January 2026, 07:27 PM

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক।

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করা হয়েছে।আজ শনিবার (১৩ ডিসেম্বর ) সকালে বেলকুচি থানার এসআই শামছুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেরীবাঁধ সংলগ্ন এলাকায় সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনের বাড়ির সামনে চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মিশুক গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মিশুক গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ শাহ আলম (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত শাহ আলম এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া গ্রামের পরস সরকারের ছেলে। উদ্ধারকৃত গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ঘটনায় মিশুকে থাকা আরো দুই ব্যক্তি আগেই নেমে যায়। মিশুকে থাকা আটককৃত যুবককে গাঁজাসহ থানায় আনা হয়। তারপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। কামারখন্দ সার্কেল (এএসপি) রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান,জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P