Monday, 10 March 2025, 01:59 PM

সিরীয়দের স্বদেশে ফেরা নিশ্চিত করতে ‘ইয়াইলাদাগি’ সীমান্ত গেট...

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার দেশে বসবাসরত লাখ লাখ সিরিয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।


সিরিয়ার বিদ্রোহীদের দামেস্ক দখলের মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক ক্ষমতাচ্যুতির একদিন পর সোমবার (৯ ডিসেম্বর) এই ঘোষণা দেন তিনি।খবর রয়টার্সের।

রোববার(০৮ডিসেম্বর) সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। বাশার আল-আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেছেন।আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের জন্য রাজনৈতিক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সোমবার আঙ্কারায় মন্ত্রীসভার বৈঠকের পর এরদোয়ান বলেন,আমরা ইয়াইলাদাগি সীমান্ত গেট খুলছি যাতে কোনো ভিড় তৈরি না হয় এবং চলাচল সহজ হয়।সিরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাছাকাছি অবস্থিত ইয়াইলাদাগি ক্রসিং ২০১৩ সাল থেকে সীমান্তের কাছে যুদ্ধের কারণে বন্ধ ছিল।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি আমরা এতদিন তাদের যেভাবে রেখেছি তার সঙ্গে মিল রেখে করব।এর আগে সোমবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান,তুরস্কে বসবাসরত সিরীয় শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের জন্য কাজ করবে তার দেশ।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় গ্রহণ করেছেন। ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয়দের সবচেয়ে বড় আশ্রয়স্থল এই দেশটি।

dai/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P