কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৫ জুলাই পুনর্জাগোরণ উপলক্ষে শিশু শহীদদের স্বরণে জুলাই কেন্দ্রীক তারুন্যের উৎসব অনুষ্ঠানটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে।
সারা দেশের নেয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরেজমিনে গিয়ে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় গুরুত্বের সাথে জুলাই পুনর্জাগোরণ অনুষ্ঠানটি যথাযথ ভাবে পালন করতে দেখা গেছে বিদ্যালয় গুলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া খামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া দর্জি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া মাস্টার পাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া এম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুড়া শাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো অনেক প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগোরণ অনুষ্ঠানটি পালন করতে দেখা গেছে।
জুলাই পুনর্জাগোরণ উপলক্ষে উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো নানা কর্মসুচি গ্রহণ করেন, যেমন কবিতা,গান,রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নিহত জুলাই যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবার কিছু বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিকাল ৩টার মধ্যে বিদ্যালয় বন্ধ করে চলে গেছে তার মধ্যে মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়একটি। উক্ত প্রতিষ্ঠানে বিকাল ৩টায় গিয়ে কাউকে পাওয়া যাইনি পরে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জীবন নাহারকে প্রোগ্রাম পালন করছে কিনা বিষয়টি জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসির্ভ করেননি।
এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।