সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলঙ্গা থানার রামকৃঞপুর ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী রামকৃঞপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাও: রফিকুল ইসলাম খান।রামকৃঞপুর ইউনিয়ন শাখার আমীর শফিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,সাবেক আমীর হোসাইন আলী,নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, সেক্রেটারী রাকিবুল হাসানসহ অনেকে।ইফতার মাহফিলে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।