Sunday, 27 July 2025, 09:20 PM

সলঙ্গায় কলেজ ভাংচুর লুটপাট বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: কামাল বাহিনী কর্তৃক সলঙ্গার দাদপুর জি.আর ডিগ্রী কলেজের ঘর ভাংচুর,লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপের  প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবীতে   সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সলঙ্গা থানার দাদপুর জি.আর ডিগ্রী কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করেন কলেজ কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।


এ সময় তিনি বলেন, সন্ত্রাসী  কামাল বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কলেজে অতর্কিত হামলা,ভাংচুর ও লুটপাট করে।তারা প্রথমে কলেজের নাইটগার্ড মো. রোস্তম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষ ও কম্পিউটার ভাংচুর করে।পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠ তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান তিনি। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P