Friday, 05 December 2025, 02:54 PM

সলঙ্গায় কুরআন সবক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার আন্ নুর মডেল মাদ্রাসায় ৩৯ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পবিত্র কোরআন সবক দেয়া হয়। সভাপতিত্ব করেন,ইসমাইল হোসেন তালুকদার। প্রতিষ্ঠান প্রধান মাও: রাকিবুল হাসানের সঞ্চালনায় সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেন।বিশেষ অতিথি ছিলেন,পরিচালক হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সদস্য মাও: নজরুল ইসলাম,মুঞ্জুরুল হাসান ও আফজাল হোসেন প্রমুখ। এছাড়াও ৪২ জন শিক্ষার্থীর হাতে আমপারা তুলে দেন।শেষে কেরাত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P