সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাহে রমজানের আগমন উপলক্ষ্যে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে স্বাগত র্যালি করেছে সলঙ্গা জামায়াতের নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ আছর সলঙ্গা কেন্দ্রিয় জামে মসজিদ হতে স্বাগত রেলী বের করে সলঙ্গা থানা সদরের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিন করেন।শেষে সলঙ্গা ডাক বাংলো মোড়ে এসে সমবেত হয়। এ সময় উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহিদ,মাও: আক্দুর রহমান,শফিউল আলমসহ অনেকে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সকল মুসলিমদের রোজা,তারাবীহের নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ আদায়ে দাওয়াতী আহবান জানান।রমজান মাসে সকল খাবার হোটেল বন্ধ ও দিনের বেলায় চা-স্টলে টিভি,সিডিতে অশ্লীল গান-বাজনা প্রদর্শনসহ বন্ধের অনুরোধ জানান। বক্তারা আরও বলেন, মাহে রমজানের সম্মানে সবার সাথে সদাচারন করবেন। হালাল ভাবে ব্যবসা বাণিজ্য ও সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি না নেয়ার অনুরোধ জানান।রমজানের অমর্যাদা হয় এমন কোন অপ্রীতিকর কাজ থেকেও বিরত থাকার আহবান জানান।আলোচনা শেষে মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।