Thursday, 29 January 2026, 09:24 PM

সলঙ্গায় রোপা আমনের চারা বিক্রির ধুম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় রোপা আমন ধানের চারা বিক্রির ধুম পড়েছে।এবারে প্রচুর বৃষ্টির পানি পাওয়ায় আনন্দে কৃষকরা জমিতে আমন ধানের আবাদ শুরু করেছে। 


জমিতে বেশী হারে ফলন মিলবে এমন নানা জাতের ধানের চারা কৃষকেরা লাগাচ্ছেন।যাদের আমন ধানের চারা গজানোর জায়গা নেই তারা স্থানীয় হাট বাজার থেকে চারা কিনে ক্ষেতে রোপন করছে।সলঙ্গায় এক পণ ধানের চারা  আড়াই থেকে তিনশো টাকায় কেনাবেচা হচ্ছে।এ হিসেবে এক মুঠো চারা তিন থেকে পোনে চার টাকায় কেনাবেচা হচ্ছে। রোপা আমন ধানের চারা বীজতলা থেকেই ব্যবসায়ীদের হাত হয়ে নিজস্ব চারা না থাকা কৃষকের কাছে যাচ্ছে বলে ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে । 


উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,রোপা আমন মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫৭০ হেক্টর পরিমাণ জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার সলঙ্গা , রামকৃষ্ণপুর, হাটিকুমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকার আবাদী  মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদ শুরু করেছেন। অনেক এলাকায় কৃষকেরা সেচ মেশিনে জমিতে পানি সেচ দিয়ে হালচাষ ও মই টেনে  জমি তৈরীর পর ধান চারাতে শুরু করেছেন। সলঙ্গার গোজা গ্রামের মাঠে পাওয়ার টিলারে হালচাষ করতে দেখা গেছে।জানা গেছে, বেশীরভাগ কৃষক নিজস্ব বীজতলার চারা জমিতে লাগাচ্ছেন।এদিকে যাদের নিজস্ব চারা নেই তারা এলাকার যেসব হাট বাজারে ধান চারা কেনাবেচা হয় সে সব হাট থেকে পছন্দের ধান চারা কিনে জমিতে রোপন করছেন।সলঙ্গা বাজারের থানা মাঠে বিগত বছরগুলোর ন্যায় এবারেও ব্যবসায়ীরা রোপা আমন ধানের চারা বেচা বিক্রি করছেন ।  আলী আশরাফ নামে একজন ব্যবসায়ী বলেন,তিনি গুটি স্বর্ণা ,  স্বর্ণা,২৯,৩৯,৪৯ সহ আরো নানা জাতের ধান চারা বিক্রি করছেন।আরেক ব্যবসায়ী জসমত বলেন,তাড়াশের মাধাইনগর,ঝুরঝুরি,কালিবাড়ি, বোয়ালিয়া-সরাপপুর,রামকৃঞপুরের চক নিহাল,ক্ষদ্র শিমলা,ধুবিলের আমশড়া,নৈপাড়া,বেতুয়াসহ আশেপাশের এলাকার কৃষকেরা নিজেদের বীজতলা থেকে চারা তুলে এনে তাদের কাছে পাইকারি দরে বিক্রি করছেন। অনেক কৃষক নিজেদের জমিতে চারা লাগানোর পর বাচতি চারা এনেও ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। আবার কেউ কেউ ব্যবসায় রোপা আমন ধানের বীজতলা করে সে চারা এখন তুলে এনেও বিক্রি করছেন। রবিউল করিম নামে এক ব্যবসায়ী বলেন,  এক পণ (আশি মুঠোয় এক পণ) চারা এখন আড়াইশো টাকা থেকে তিনশো টাকায় বেচা বিক্রি করছেন।এক মুঠো চারা তিন থেকে পোনে চার টাকা দরে কেনাবেচা হচ্ছে। কৃষকদের কাছে গুটি স্বর্ণা ও স্বর্ণা-৫ জাতের ধান চারার চাহিদা বেশী বলে জানান। 


উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ইতিমধ্যেই এক হাজার ৯২০ হেক্টর পরিমাণ জমিতে রোপা আমন ধান চারা লাগানো হয়েছে এবারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে রোপা আমন ধানের আবাদে কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক এক ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P