Friday, 05 December 2025, 09:11 PM

সলঙ্গায় সাংবাদিকের পিতার স্মরণে দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় "দৈনিক ভোরের দর্পণ" ও সিরাজগঞ্জের বহুল প্রচারিত "দৈনিক কলম সৈনিক" পত্রিকার সলঙ্গা প্রতিনিধি, সাংবাদিক হোসেন আলীর মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (৩০ জুলাই)  বাদ আছর সলঙ্গা দিগর নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে  নুরানী মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী, স্থানীয়।


সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ অনেক মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। । উল্লেখ্য,সলঙ্গা থানার বওলাতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,ধর্মভীরু ও তরুণ সাংবাদিক হোসেন আলীর পিতা  ইসহাক আলী প্রামানিক গত বছর ৩০ জুলাই ইন্তেকাল করেন। তার স্মরণে

মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাও: আব্দুল ওহ্হাব।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P