Thursday, 29 January 2026, 09:20 PM

সলঙ্গায় সেন্টার ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সেন্টার ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আফসার উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এম হেদায়েতুল হক আইয়ুব এবং সমন্বয়ক জহুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,খন্দকার তামিনুর রহমান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম ছাকের,আমিরুল ইসলাম,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু মুসা সরকার সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত দলীয় নেতাকর্মী। এসময় ৬নং ওয়ার্ডে হাফিজুর রহমান সরকারকে আহবায়ক, ১৫ জনকে যুগ্মআহবায়ক সহ আরও ১৫০ জনকে সদস্য করে সেন্টার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P