Sunday, 09 March 2025, 08:35 PM

সলঙ্গায় শেষ প্রহরে বই মেলা জমজমাট

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় অমর একুশে বই মেলার শেষ প্রহর জমজমাট হওয়ায় দর্শনার্থীদের বেড়েছে উপচেপড়া ভীড়।মাতৃভাষা বাংলাকে উজ্জীবিত করতে সলঙ্গার  ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে বইয়ের স্টল গুলোতে পাঠকের মিলন মেলায় পরিনত হয়েছে।



৮ দিনব্যাপী বই মেলার শেষ প্রহর চলে এসেছে।গতকাল সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়,মেলায় বিভিন্ন কবি, সাহিত্যিক,লেখকদের বই সাজিয়ে মেলায় সারিবদ্ধ ভাবে অনেক স্টল বসিয়েছে।এর মধ্যে প্রভাষক পাবলিকেশন,ইউসুফ লাইব্রেরী,শব্দশৈলী,গোধুলী ক্যাবারে,স্মৃতি একুশে,সাইফা বই ঘর,বিসমিল্লাহ বইঘর, ইকরা বুক কর্ণার,দারুল কলম গ্রন্থাগার,বনলতা বই ঘর,আলোর দিশারী বই ঘরসহ অনেক নামের



বইয়ের স্টল স্থান পেয়েছে।বিভিন্ন কবি,সাহিত্যিক,লেখকের বইসহ শিশুদের ছড়া,কার্টুন ও শিক্ষা সামগ্রী রয়েছে বইয়ের স্টলগুলোতে।বইয়ের স্টলগুলো ঘুরে স্থানীয় কোন কবি-লেখদের তেমন নতুন কোন বই পাওয়া গেল না।বইয়ের স্টল গুলোতে ভীড় থাকলেও আশানুরুপ বই বিক্রি নেই বলে জানান অনেক স্টল মালিকরা।তবে শেষ প্রহরে এসে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে স্টলের সামনে দাঁড়িয়ে ক্যামেরায় বন্দি হচ্ছেন অনেকেই।তেমনি মেলায় ঘুরতে আসা অনেক তরুণ-তরুণীরাও সেলফি তুলছেন রীতিমত।তবে শিশুদের নিয়ে মেলায় ঘুরতে আসা অভিভাবকেরাও এর বাইরে নয়।নিজেদের পছন্দের বইসহ প্রিয় লেখকদের বইও কেউ কেউ কিনছেন।মেলায় খাবার, প্রসাধনী,তৈযসপত্র ও ফুলের দোকান ও ভ্যারাইটি দোকানগুলো সাজিয়েছে ভিন্ন রকমে।এ ছাড়াও শাহী স্পেশাল পানঘর,রিয়াদ আচার ঘর,গ্রীণ ভিলেজ মিস্টি,বন্ধু ফুচকা হাউস,রিলাক্স ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্ট্ররেন্ট,পিঠাপুড়,মৃৎ শিল্প,বন্ধু ফুলঘর ছাড়াও মেয়েদের জন্য প্রসাধনী ও কসমেটিকের পড়সাও বসেছে অনেক।প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা খাবার ও কেনাকাটার দোকানগুলোতে বেশি ভীড় করছেন।আবার মেলার ভিতরে ঘুরে বেড়ানো অনেকেই শখের বসে সেলফি তুলছেন।এক যুবক জানায়,মেলাতে ঘুরতে এসেছি,ফেসবুকে ছবি ছেড়ে বই মেলার স্মৃতি ধরে রাখতে সেলফি না তুললে হয় ?


মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পর্যায়ক্রমে কুইজ প্রতিযোগীতা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন শিক্ষামুলক অনুষ্ঠানে স্বপরিবারে ঘুরতে আসা আভিভাবকদের  মেলায় আসা সার্থক মনে হচ্ছিল।


অভিভাবকদের সাথে মেলায় বেড়াতে আসা শিশু-কিশোরদের চিত্ত বিনোদনের জন্য মেলার দক্ষিন পাশে ভুতের বাড়ি,নাগর দোলা,নৌকা,রেলগাড়ি,চড়কি খেলায় মেতেছিল শিশুরা।আয়োজক কমিটি জানান,সুষ্ঠ ও সুন্দর পরিবেশে চলছে অমর একুশে বই মেলা।তারা আরও জানান,মেলার শেষ প্রহরে ক্রেতা-দর্শনার্থীদের ভীড় বেড়েই চলেছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P