কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে গত শুক্রবার পূর্ব শত্রুতার জের ধরে চ্যানেল এ ওয়ান এর নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক আনছারুল উপর দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে হামলা চালায় জিয়া গংয়ের লোকজন। আসংখ্যা জনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাংবাদিকের উপর হামলার ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এতে ক্ষিপ্ত হয় হামলাকারী জিয়াউর রহমান জিয়া গংয়ের সন্ত্রাসী বাহিনী। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ২৬ নভেম্বর বুধবার দৈনিক মানবাধিকার প্রতিদিন ও নিউজ নাইনের সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মুঠোফোনে অকাট্ট ভাষায় গালিগালাজ,পা ভেঙ্গে দেওয়া সহ মামলার হুমকি দেন হামলাকারীরা। এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক তার নিরাপত্তার জন্য স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাংবাদিককে হুমকী দাতাদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক সমাজ।