বিডি নীয়ালা নিউজ(৯ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ বাংলাদেশ সরকার নতুন এক আইনের খসড়া অনুমোদন করেছে যার আওতায় সংক্রামক রোগের তথ্য গোপন করা অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
`সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৬` নামে এই খসড়া আইনে সংক্রামক রোগের তথ্য গোপনকারীর জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার এক বৈঠকে মন্ত্রিসভা আইনটিকে অনুমোদন করে।
প্রস্তাবিত আইন:-
এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক শামসুজ্জামান জানান, সংক্রামক রোগ মহামারীর আকার ধারণ করার আগেই জাতীয় পর্যায়ে দ্রুত ব্যবস্থা নেয়ার ব্যাপারে আগে কোন আইনি কাঠামো ছিল না। এই আইনটি সেই প্রয়োজনীয়তা দূর করবে বলে তিনি মন্তব্য করেন।