মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিষ্টার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার এসআই কাজী রিপন। গ্রেফতারকৃত মিষ্টার রহমান,উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও দক্ষিণ চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে। থানা সুত্রে জানাযায়, মিষ্টার রহমানকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার করে মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।