Friday, 21 February 2025, 03:19 PM

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কিশোরের...

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান কিশোর (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মস্তিষ্কে রক্তরক্ষণজনিত কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী অবস্থায় ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে, ভাই, বোনসহ অসংখ্যক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার(১৬ ফেব্রুয়ারি) বাদ নামাজে আসর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। এর আগে বিকেলে মরহুমের মরদেহ তাঁর কর্মস্থল সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নিয়ে কিছু সময় রাখা হয়। সেখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সেখানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্নস্তরের মানুষ তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন. করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, বিএনপির অন্যতম নেতা ও সাপ্তাহিক জনসমস্যা'র সম্পাদক শওকত হায়াৎ শাহ্, দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মশিউর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলজার হোসেন, সানফ্লাওয়ার স্কুল এন্ড

কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর

রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক, শিল্পপতি সাইফুল ইসলাম পারভেজ,ব্যবসায়ী আলহাজ্ব মাহবুব আলম, চিকিৎসক রাইসুল কবীর ও সাংবাদি জয়নাল আবেদীন হিরো প্রমুখ।