জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁর সমর্থকরা ৷
প্রায় ৫০/৬০ জন বিএনপিতে যোগদান করেন।
সোমবার রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের চাতালে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার সরকারের আয়োজনে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী ০৪- আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের সাধুবাদ জানাই, আপনারা যে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল,মিজানুর রহমান মির্জা, বিএনপি নেতা মাসুদ রানাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।