Thursday, 29 January 2026, 11:21 PM

সৈয়দপুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা...


জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ



নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে  সৈয়দপুর রেলওয়ে স্টেশনে প্রকৃত গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে ৷

প্রচন্ড শীতে যখন কাহিল সৈয়দপুরের রেল স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষ ও

 উপজেলার অসহায় গরীব ৷ ঠিক এ সময়ে অসহায়দের মাঝে শীত নিবারণে এগিয়ে এলেন জেলা প্রশাসন ৷


আজ গভীর রাতে কম্বল বিতরণ করেন নীলফামারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারা্হ ফাতেমা তাকমিলাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ৷

কম্বল পেয়ে বেজায় খুশি এসব ছিন্নমূল মানুষ ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P