Friday, 05 December 2025, 06:27 PM

সৈয়দপুরে গণঅধিকার পরিষদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে গণঅধিকার পরিষদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷ আজ রোববার রাতে কামারপুকুর বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ৷  মিছিলটি কামারপুকুর বাজার প্রদক্ষিণ শেষে   সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন সভাপতি ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মনোনীত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন ৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক রাকিব শাহ সুজন,উপজেলা সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা সাং সম্পাদক নুর আলম,সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান,পৌর সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,ইউনিয়ন সহ-সভাপতি রমজান আলী  ৷পথসভায় গণঅধিকার পরিষদের নেতাকর্মী ছাড়া ও বিভিন্ন পেশার কয়েক শতাধিক লোক উপস্থিত ছিল ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P