জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে গণঅধিকার পরিষদের উপজেলা শাখা ও পৌর শাখার পরিচিতি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ডা. জিকরুল হক সড়ক জিআরপি মোড়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি ফজলুল হক । এতে বক্তব্য রাখেন,গণধিকার পরিষদের উপজেলা সেক্রেটারি মোঃ মনোয়ার হোসেন, পৌর সভাপতি মোঃ কাদের হোসেন, পৌর সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, মমিনুল ইসলাম মমিন,মোঃ নাসিম হোসেন, মোঃ মুকুল রেজা প্রমুখ ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাঈদ আহমেদ ৷
এর আগে কয়েক শতাধিক নেতা কর্মী নিয়ে একটি মিছিল বের হয় ৷ মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয় ৷
বক্তারা বলেন,দেশব্যাপী চাঁদাবাজি,মাদক কারবারী বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে পৌর ও উপজেলা কমিটি গঠন করা হয় ৷ উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ৷