জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও শহর শাখার দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার।
বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ড.খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা মাজলিসে শূরা সদস্য, সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, নীলফামারী আসন পরিচালক ও ডিপ্লোমা প্রকৌশলী ফোরামের জেলা সভাপতি আখতারুজ্জামান বাদল।
সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান। সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। এতে ওই দুই শাখার বিভিন্ন ইউনিটের তিন শতাধিক দায়িত্বশীল অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, ধর্ম ও দল পরিচয়ের কারণে ইসলামী ছাত্রশিবিরের বহু নেতা মেধা থাকা সত্বেও যোগ্যস্থানে মূল্যায়িত হয়নি। বরং বৈষম্যের শিকার হওয়ায় বহু তরুণের চাকরি হয়নি। বিএনপি'র সমর্থক যারা তাদের চাকরি হয়নি। দাড়ি টুপি পড়ার কারণে তাদের চাকরি হয়নি। হিজাব পরে যখন পরীক্ষা দিতে যেত মৌখিক পরীক্ষা না নিয়ে বিদায় দিয়ে দিত।
এই বৈষম্যের বিরুদ্ধেই ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল। তুমি কে আমি কে স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে উঠেছিল। যার ফলে চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সম্মিলন ঘটে। আর তাই ১৭ বছর ধরে জেঁকে বসা ফ্যাসিস্টের বিদায় হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হিজাবে হিজাবে পরিপূর্ণ। হিজাবী হিজাবী স্লোগান হয়। তরুনরা আর বিভাজনের বাংলাদেশ চায় না।
আমাদের ছাত্রদের স্লোগান 'উই ওয়ান জাস্টিস, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা বিভক্তি বিভাজনের বাংলাদেশ আর চাই না। আমরা যারাই এদেশে নাগরিক সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা ধর্মের নামে রাজনীতির নামে কাউকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চাই না। আমরা সবাই বাংলাদেশি।