Friday, 05 December 2025, 05:43 PM

সৈয়দপুরে মাদকসহ ব্যবসায়ী আটক ৷

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া 

মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ৷


আজ রোববার সৈয়দপুর থানাধীন ওয়াপদা মোড় হতে রংপুরগামী হাইওয়ে সংলগ্ন বছিরের মোড়স্থ মোঃ মাহাফুজার রহমানের গালামালের দোকানের সামনে পৌছালে একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় 

 আনোয়ার হোসেন (৩০)কে আটক করা হয় ৷


 পরে তাঁর দেহ তল্লাশী কালে তার হাতে থাকা পাহালওয়ান সুইটস মিস্টির প্যাকেট এর ভিতরে মাটির তৈরী দইয়ের সরার মধ্যে সাদা পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৫০ (একশত  পঞ্চাশ) টি Tapentadol Tablet উদ্ধার করা হয় ৷ আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা সদরের ১৬ নং নারগুন ইউপির নিশ্চিন্তপুর গ্রামের মো.ইয়াছিন আলীর ছেলে ৷


এব্যাপারে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় মামলা করা হয়েছে ৷

মামলানং-১৩,জিআর-১৯৭/২০২৫,তাং-১৪/৯/২৫ইং

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P