Friday, 05 December 2025, 03:58 PM

সৈয়দপুরে মথবীজে রং মিশিয়ে মুগ ডাল বিক্রি, ব্যবসায়ীর...

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে বাজারে মুগ ডালের নামে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং মিশ্রিত মথবীজ। বিদেশ থেকে আমদানি করা মুগ ডালের মতই দেখতে মথবীজে রাসায়নিক রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুগ ডালে ওই মথবীজের সন্ধান মিলেছে।


এদিন শহরের শহীদ জহুরুল হক সড়কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আশরাফ ট্রেডার্সের মুগ ডাল পরীক্ষা করলে সেগুলো আমদানি করা মথবীজ বলে সনাক্ত করা হয়। ফলে ভেজালের দায়ে ব্যবসায়ী মো. আরিফকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মুগ ডালের নামে ক্ষতিকর মথবীজ বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন নীলফামারীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন।


অভিযান দলের অন্যরা হলেন, নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম, সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকার আনসার বাহিনীর সদস্যরা। এরআগে পৃথক এক অভিযানে গুড়ে নিষিদ্ধ কেমিক্যাল পাওয়ায় দুই গুড় ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়। দন্ডিতরা হলেন ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং হাজি গরিবুল্লাহ এন্টারপ্রাইজের মালিক মোঃ মাসুদ রানাকে ৮ হাজার টাকা দন্ড দেয়া হয়।


এ ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, বাজারে রাসায়নিক মিশ্রিত ভারতীয় মথবীজকে মুগ ডাল বলে বেচাকেনা করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা এবং ওই ডাল বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। আর গুড়ে ক্ষতিকর দ্রব্য পাওয়ায় জরিমানা করা হয়েছে দুই ব্যবসায়ীকে।


 তিনি আরো  বলেন, অসাধু ব্যবসায়ীরা বিদেশ থেকে আমদানি করা মথবীজের র��


রং পরিবর্তন করে মুগ ডাল নামে বিক্রি করছে। নিষিদ্ধ কেমিক্যাল টারট্রাজিন রং মেশালে মথবীজ হলুদ রং ধারণ করে। এই মথবীজকে মুগ ডাল বলে বিক্রি করা হচ্ছে বাজারে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি জারি করে জনসাধারণকে মথবীজ কেনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P