Sunday, 22 December 2024, 07:47 AM

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত ও ট্রলির চাকায়...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক প্লাইউড কারখানার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।


নিহত শামসুল হক সৈয়দপুর শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন।


পুলিশ ও এলাকাবাসীরা জানান, শামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই এলাকার এক প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ওইদিন রাতে কাজ করে বাইসাইকেলে করে উল্লেখিত সময় বাড়ি ফিরছিলেন তিনি। এসময়  একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে করে শামসুল হক ছিটকে পড়ে যান ও তার সাইকেল দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ বাডিতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।


অপরদিকে একই দিন বিকালে উপজেলার কাশিরামবেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথীতে মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ৷


সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।