Friday, 05 December 2025, 05:47 PM

সৈয়দপুরে পৌরকর্মচারী প্রহৃত, প্রতিবাদে কর্মবিরতি

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন কর্মকর্তা-কর্মচারীরা।


রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের কলাহাটিতে অবৈধ দখলদারদের বাধা দিতে গেলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী 

দখলদারদের হামলার শিকার হন। তারা বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।


এই ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে তারা একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 

অবস্থান কর্মসূচি স্থলে এসে এক প্রতিসভায় মিলিত হন ৷


বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সভাপতি একাউন্ট্যান্ট আবু তাহের, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,সাবেক কাউন্সিলরও বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাঃ সম্পাদক শাহিন আকতার,বিএনপি নেতা ও প্রভাষক শওকত হায়াত শাহ,বিএনপি নেতা সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু,  সাবেক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু পৌর কর্মচারী নাদিম , টিটু ফারুক প্রমুখ ৷ তারা বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷ পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে-ই- আলম সিদ্দিকী অবস্থান কর্মসূচিতে এসে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বক্তব্য দেন ৷ তিনি আহতদের পৌর পরিষদের তহবিল থেকে সুচিকিৎসা এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দেন 


এদিকে কর্মবিরতির কারণে পৌরসভার সব নাগরিক সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P