জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ সারাদেশের মতো সৈয়দপুরেও শনিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনতাকিম প্রমুখ।
আলোচনা সভায় সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নহার শাহজাদী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর নাহার বানুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।