জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত পরিচয় নারীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ শনিবার (৮ নভেম্বর) সকালে সৈয়দপুর-নীলফামারী রেলপথের ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লাশটি বর্তমানে পুলিশ পাহারায় রাখা হয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তে তৎপর রয়েছে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় তদন্ত চলছে, পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।