Sunday, 22 December 2024, 09:22 AM

সৈয়দপুর তামান্না মোড় হতে ওয়াপদা পর্যন্ত সড়ক সংস্কার...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিন পর পৌর শহরের তামান্না সিনেমা হতে ওয়াপদা মোড় পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 


রবিবার (১ডিসেম্বর) সকালে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা ও পৌর প্রশাসক নুর-ই- আলম সিদ্দিকী।


উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর পৌরসভার, পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর সৈয়দপুরবাসীর কথা চিন্তা করে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।


 সড়কটি সৈয়দপুর পৌর শহরের তামান্না সিনেমা মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত

 ৩৫০০ মিটার ৷ এডিবি প্রকল্পের আওতায় ৬৬ লক্ষ ৮০৩৩ টাকা ব্যয় রাস্তাটি সংস্কার কাজ বাস্তবায়ন করবে মেসার্স মিনা কন্ট্রাক্টশন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবদুস সেলিম জুয়েল, মোঃ আবদুল খালেক, উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, হিসাব রক্ষক আবু তাহের, যানবাহন পরিদর্শক মোকছেদ আলী, সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন (পাপ্পু), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এসএম মামুনুর রশীদ মামুন, বিএনপির অন্যতম নেতা শওকত হায়াত শাহ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম,গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা র সভাপতি শাকিল, ঠিকাদার প্রতিষ্ঠান  মিনা কন্ট্রাক্টশনের পক্ষে জাকির হোসেন মেনন,জামিলসহ অত্র এলাকার জনসাধারণ।