জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা: প্রতিনিধিঃ ২২ জানুয়ারী বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুশরত ধূলিয়া (খিয়ারজুম্মা বাজার) সংলগ্ন অবস্থিত মোঃ রেজাউল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এস.এস জেড ব্রিকসে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, (সংশোধিত-২০১৯) এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে মেসার্স এস এস জেড ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করেন এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় কৃষি জমি হতে মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা করার দায়ে পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করেন, কিলনে পানি দিয়ে আগুন নেভানোসহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসন, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান উদ্দীন উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী জেলা পুলিশ এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।