Saturday, 13 December 2025, 08:30 AM

সৈয়দপুরে কুকুরের কামড়ে আহত-১১ পথচারী

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর শহরে অবাধে ঘুরে বেড়ানো কুকুরের কামড়ে ১১জন পথচারী আহত হয়েছেন। (১০) আগষ্ট রাতে পর্যন্ত শহরের পাঁচমাথা মোড়, গোয়ালপাড়া ও কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি কুকুর দলবদ্ধভাবে পথচারীদের আক্রমণ করে। এতে ১১জন আহত হয়েছেন। আহতদের সবাইকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শহরের মধ্যে আতংক বিরাজ করছে ৷


বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ৷


সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর  প্রশাসক নুরে-ই- আলম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছি পৌরসভার পক্ষ থেকে দ্রুত

 কুকুর নিধনের ব্যবস্থা নেওয়া হবে ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P