ডেস্ক রিপোর্টঃ রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা আজ বৃহস্পতিবার সকালে স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)।
তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে তিনি তার স্বামী শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, এক পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর উম্মে হাবিবার প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা আজ বাদ আসর মিরপুর-২ এর অফিসার্স এপার্টমেন্ট জামে মসজিদে (গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের কাছে) অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শিক্ষামন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন প্রফেসর উম্মে হাবিবার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদকে হারালো। তিনি বলেন উম্মে হাবিবার অকাল মৃত্যু পুরো শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শিক্ষামন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
প্রফেসর উম্মে হাবিবার মৃত্যুর সংবাদ পেয়ে শিক্ষামন্ত্রী আজ সকালে মরহুমার মিরপুরের বাসায় যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¦না দেন।
শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনও প্রফেসর উম্মে হাবিবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
বি/এস/এস/এন