Monday, 07 April 2025, 05:09 PM

সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় মাশরাফি

বিডি নীয়ালা নিউজ(১৬ই জুলাই ১৬)-স্পোর্টস ডেস্কঃ মাশরাফি নামক জাদুর কাঠির ছোঁয়ায় ২০১৫ সাল স্বপ্নের মত কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেট। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মত দলগুলোকে হারানোর পাশাপাশি বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মাশরাফির বাংলাদেশ।

তবে শুধু দেশি ক্রিকেটের ইতিহাসেই নয়, এবার মাশরাফি নাম লিখিয়েছেন সর্বকালের সফলতম ওয়ানডে অধিনায়কদের তালিকাতেও। অন্তত ২৫ ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শতাংশের বিচারে মাশরাফির জয়ের হার রয়েছে চার নম্বরে।

তার উপরে রয়েছেন কেবল তিনজন ক্রিকেটার, ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রনিয়ে। ৭১.৪২% উইন পার্সেন্টেজ নিয়ে মাশরাফি এমনকি পেছনে ফেলেছেন ভারতের সফলতম বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও।

মাশরাফির অবস্থান যেখানে চতুর্থ, ৬০% উইন পার্সেন্টেজ নিয়ে ভারতীয় ক্যাপ্টেন কুল ধোনি আছেন তালিকার ১৫ নম্বরে।

এক নজরে ওয়ানডে ক্রিকেটের সফলতম ১৫ অধিনায়ক

১. ক্লাইভ লয়েড : ম্যাচ ৮৪, জয় ৬৪, পরাজয় ১৮, জয় শতকরা ৭৭.৭১%

২. রিকি পন্টিং : ম্যাচ ২৩০, জয় ১৬৫, পরাজয় ৫১, জয় শতকরা ৭৬.১৪%

৩. হ্যান্সি ক্রনিয়ে : ম্যাচ ১৩৮, জয় ৯৯, পরাজয় ৩৫, জয় শতকরা ৭৩.৭০%

৪. মাশরাফি বিন মর্তুজা : ম্যাচ ২৮, জয় ২০, পরাজয় ৮, জয় শতকরা ৭১.৪২%

৫. মাইকেল ক্লার্ক : ম্যাচ ৭৪, জয় ৫০, পরাজয় ২১, জয় শতকরা ৭০.৪২!

৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩%

৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪%

৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩%

৯. শন পোলক ৬৪.০৬%

১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬%

১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬%

১২. ইনজামাম উল হক ৬১.৪৬%

১৩. এ্যালান বোর্ডার ৬১.৪২%

১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫%

১৫. মহেন্দ্র সিং ধোনি ৬০.০০%

শীর্ষ নিউজ

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P