কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে স্ত্রীর অসামাজিক কার্যকলাপের দায়ে মধু মিয়া নামের এক স্বামীকে আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশ।
পরে এ ধরনের অসামাজিক কার্যকলাপ করবে না মর্মে প্রশাসনকে মুচলেকা দিয়ে মুক্তি পান। ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট ২০২৫ইং বুধবার দিবাগত ভোরে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কর্নেলের বাগান সংলগ্ন বুল্লাই পাড়া গ্রামে। জানাগেছে ওই গ্রামের মধু মিয়ার ২য় স্ত্রী ৬ সন্তানের জননী গোলসেনা বেগম নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে গোপনে খদ্দেরসহ অসামাজিক কার্যকলাপের অশ্লীল ভিডিও ধারণ করেন এবং বিষয়টি প্রশাসনের নজরে আসলে ২০ আগস্ট ২০২৫ইং তারিখ বুধবার দিবাগত ভোরে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কর্নেলের বাগান সংলগ্ন বুল্লাই পাড়া গ্রামে মধু মিয়ার বাড়ি থেকে মধু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন তাদের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা না করলে ভ্রাম্যমান আদালত দেওয়া সম্ভব হয়নি। কিশোগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন ভবিষ্যতে এ ধরণের অসামাজিক কর্মকান্ড করবেন না মর্মে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।