Friday, 05 December 2025, 01:15 PM

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে পেশ করা...

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। 


তিনি জানান, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে। আমরা এ লক্ষ্যে অনেক কাজ করেছি। কিছু বিষয়ে এখনো কিছু মতপার্থক্য আছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা এই অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারবে।’


আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।


আসিফ নজরুল বলেন, আমরা আগের সরকারের আমলগুলোতে দেখতাম সরকারি দলের লোকরা অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তাদেরও বলে রাখি, একই ধরনের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশ্যে বললে, সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।


জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে কি-না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, উনারা কী করবেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সাথে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাতে আমি বিশ্বাস করি, উনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসেবে জুলাই সনদে সই করবেন।


নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপার বদ্ধপরিকর। 


এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P