মুজাহিদ, ঢাকা থেকেঃ আজ জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তিতান চৌধুরীর জন্মদিন।বাবা মায়ের আদরের মেয়ে তিতান। বেড়ে উঠেছেন চট্রগ্রামে। ছোটবেলা থেকেই স্বাংস্কৃতিক অঙ্গরে তার পদচারনা। চট্রগ্রামের নাট্যধারা নাট্যদলের হয়ে মাস্টার দা ও বিরাঙ্গনা নাটকে অভিনয় করেছেন।তারপর হঠাৎ করেই কায়সার আহমেদের নির্দেশনায় “ঘোমটা” ধারাবাহিকে অভিনয় করেন।
তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। “লাল শাড়ী নীল আঁচল, ঘাওড়া মজিদ এখন শ্বশুর বাড়ী, পিছুটান তারই অভিনীত নাটক। এছাড়া ও তিনি বড় পর্দায় “নগর মাস্তান” ছবিতে অভিনয় করেছেন।জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিতান বলেন, আমার কখনো বড়সড় জন্মদিনে পার্টি দিতে চাইনা, শুধু একটা ইচ্ছে আছে, কোন এক জন্মদিনে এতিমখানায় এতিম শিশুদের খাওয়ানোর।