কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা:
জনবল সংকটের কারণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ও নিতাই ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র দুটিতে মাত্র ২জন ফার্মাসিষ্ট দিয়ে চলছে স্বাস্থ্যসেবার কাজ। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দুই ইউনিয়নের সাধারণ মানুষ।
তথ্যসুত্রে জানাগেছে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মাগুড়া ও নিতাই ইউনিয়নে দুটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যেখানে সৃষ্ট পদ রয়েছে একজন এমবিবিএস ডাক্তার, একজন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার(সেকমো), একজন ফার্মাসিষ্ট,একজন অফিস সহায়ক ও একজন পরিছন্নকর্মী। কিন্তু স্বাস্থ্য কেন্দ্র দুটিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে ৫টি পদের মধ্যে মাত্র একজন ফার্মাসিষ্ট দিয়ে চলেছে স্বাস্থ্যসেবার কাজ। ফার্মাসিষ্টকে রোগের কথা বলে চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরা। একজন ফার্মাসিষ্ট দিয়ে ডাক্তারের কাজ, সেখানে স্বাস্থ্যসেবা কতটা নিরাপদ এ নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলের মাঝে।
প্রাপ্ত তথ্যে জানাগেছে ওই স্বাস্থ্য কেন্দ্