Sunday, 09 March 2025, 08:42 PM

স্বাভাবিক চলছে দেশ,নেই হরতালের রেশ

বিডি নীয়ালা নিউজ(৭জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড আপিলে বহাল রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। তবে সকাল থেকেই হরতাল উপেক্ষা করে কর্মব্যস্ত মানুষরা অন্যদিনের মতোই কর্মস্থলে ছুটে চলেছেন। পাশাপাশি রাজপথে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। রাজধানীর মগবাজার, মৌচাক, মা‌লিবাগ, রাজারবাগ, কমলাপুর, মতিঝিল, ইত্তেফাক মোড়, দৈ‌নিক বাংলা, বায়তুল মোকাররম এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

হরতালের বিষয়ে ম‌তি‌ঝিল থানার ভ্রাম্যমাণ প‌রিদর্শক শেখ আবুল বাশার বলেন, জামায়াতের ডাকা হরতালে দৈ‌নিক বাংলা, ম‌তি‌ঝিল, ইত্তেফাক মোড় এলাকা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এ সব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এক কথায় হরতালে জনজীবন স্বাভা‌বিক রয়েছে। পাশাপাশি সড়কে অন্যান্য দিনের মতোই যানবাহান চলাচল করছে।

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল ব্যাংকপাড়ায় বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ দিনগুলোতে সকাল ১০টার মধ্যে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান ফটক খুলে দেওয়া হলেও আজ বৃহস্পতিবার তা বন্ধ রাখা হয়েছে। হরতালের কারণে প্রতিষ্ঠানগুলো তাদের মূল ফটক বন্ধ রেখেছে। তবে মূল ফটক বন্ধ থাকলেও বিকল্প প্রবেশ পথ খোলা রয়েছে।

এদিকে হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সেখানে পথচারী, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপা‌শি রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা মেট্রোপ‌লিটন পুলিশের (ডিএম‌পি) বি‌ভিন্ন সাঁজোয়া যান টহল দিতে দেখা যাচ্ছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P