কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি ঘোপপাড়া গ্রামে শুক্রবার জামাতা আবু তাহেরের গাড়ীর নীচে পিষ্ট হয়ে শ্বশুর এন্তাজুল(৬০) মারা যান। এ ঘটনায় নিহত এন্তাজুলের ছেলে মোখছেদুল বাদী হয়ে ৩ জানুয়ারী কিশোরগঞ্জ থানায় ভগ্নিপতি আবু তাহের সহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৩। দন্ডবিধি ৩০২ ও ৩০২।
অন্যান্য আসামীরা হলেন, আবু তাহের ১ম স্ত্রী মিষ্টি বেগম, ভাগিনা আব্দুল নুর ও হাফিজুল ইসলাম। হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর প্রাইভেট কারটি জব্দ সহ জনতার হাতে আটক আবু তাহেরকে গ্রেফতার করে আদালতে সোপোর্দ করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। উল্লেখ্য যে, বাদীর বোন ও আসামী তাহেরের দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার রেজেকাকে(২২) জোড়করে গাড়ীতে বাড়ী নিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, দ্রুতই অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।