Thursday, 29 January 2026, 05:05 PM

তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান...

বিশেষ প্রতিনিধি: মোঃ সোলেমান শেখ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার তাঁতি দলের সদস্য যিনি বিগত আওয়ামী লীগ আমলে অগণিত হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে জীবনের সর্বোচ্চ সবকিছু হারিয়ে আবারো বিএনপির পতাকা তলে এসে সামনের সারিতে রাজনীতি করছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত কান্না ভেঙে পড়েছেন বলেছেন জাতি হারিয়েছে এক অমূল্য রত্ন আমরা হারিয়েছি আমাদের অভিভাবক আমাদের মা গণতন্ত্রের মনষকন্যা আপসহীন দেশ ও নেত্রী আমার প্রিয় নেত্রীর মৃত্যুকে মেনে নিতে পারছি না তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে আবারো বিএনপির হাল ধরেছেন দেশ নায়ক তারেক রহমান তার নেতৃত্বে দেশ যেমন এগিয়ে যাবে আমরা যারা নিপীড়িত নির্যাতিত কর্মী রয়েছি আমরা একজন অভিভাবক পেয়েছি এবং আগামী দিনে দেশ গঠনে তারেক রহমান সাহেবের পাশে থেকে সর্বোচ্চ দিয়ে রাজনীতির মাঠে থাকবো সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে সেই আশা প্রত্যাশায় বিএনপির একজন কর্মী হয়ে সক্রিয়ভাবে মাঠে থাকতে চাই দল আমাকে কি দিল না দিল সেটা বড় কথা নয় আমি আমি দলকে কি দিলাম দলের পাশে থাকলাম কিনা সেটা বড় কথা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী রাজনীতিতে পথ চলব ইনশাআল্লাহ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P