Friday, 05 December 2025, 02:02 PM

তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া সদর-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের উদ্যোগে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজ সকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, কৃষকদের কৃষি উপকরণ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর লিখিত বিভিন্ন পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে রং বেরংয়ের বেলুন উড়িয়ে  অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ বলেন, এধরনের সমাজসেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এতে সাধারণ মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান জীবদ্দশায় দেশের মাটি ও মানুষকে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। স্বেচ্ছাশ্রমে খাল খনন প্রকল্প চালু করে তিনি নিজেই বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় কোদাল হাতে নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে খাল খনন কর্মসূচিতে অংশ  নিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে  আমি বগুড়াবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সবকটি আসনে বিএনপি দলীয় প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আপনারা সবাই জানেন গতকাল ২৪ এর ছাত্র- জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P