Friday, 05 December 2025, 10:19 AM

টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে...

বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্থিতিশীল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে আজ বিডার কনফারেন্স হলে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের শিল্প ও বাণিজ্যে নতুন প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলার সুযোগ। দক্ষতা, মূল্যসংযোজন, গুণগত মান ও ন্যায়সংগত প্রবৃদ্ধিকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম সরকার, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের একই ছাতার নিচে আনবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের একটি স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। ২০২৬ সালের শেষে এই প্ল্যাটফর্ম কতটুকু অগ্রগতি অর্জন করেছে-সেটি সবার জন্য জানার মতো স্বচ্ছ হতে হবে। কথার চেয়ে বাস্তব অগ্রগতি বেশি গুরুত্বপূর্ণ।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, এলডিসি উত্তরণ মোকাবেলায় ইতোমধ্যে নীতিগত সংস্কার ও বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্য প্রতিষ্ঠায় কাজ চলছে। এতে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং টেকসই প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত হবে।

আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিয়ন বলেন, সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ-শ্রমিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজন। এই প্ল্যাটফর্ম যৌথ সমাধান তৈরির সুযোগ দেবে, যা মর্যাদা, অন্তর্ভুক্তি ও সুযোগের ভিত্তিতে আরও মানবকেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলবে।

ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেন, সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত ভবিষ্যতের পথে এই যৌথ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জ্ঞান বিনিময়, নীতি-সমন্বয় ও দায়িত্বশীল বিনিয়োগকে এগিয়ে নিতে এটি বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আইএলও ও ইউএনডিপির কর্মকর্তারা বিডা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অংশীদারিত্বের প্রশংসা করেন। তারা জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং টিম ইউরোপ, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, প্ল্যাটফর্মটি নীতি-সংলাপ, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল সাপ্লাই চেইন উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ, টেকসই বিনিয়োগ এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের এলডিসি উত্তরণকে আরও সুদৃঢ় করা হবে।

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P